স্থিতি ও গতি

Show Important Question


41) যখন একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন আরোহী সামনে ঝুঁকে পড়েন কারণ—
A) সেন্টিফুগ্যাল ফোর্স
B) ইনারশিয়া অফ রেস্ট
C) ইনারশিয়া অফ মোশান
D) গ্রাভিটেশনল ফোর্স

42) প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে - সুত্রটি:
A) নিউটনের প্রথম সুত্র
B) নিউটনের দ্বিতীয় সুত্র
C) নিউটনের তৃতীয় সুত্র
D) নিউটনের চতুর্থ সুত্র

43) প্রতিটি কার্যের একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটি বলা হয়েছে:
A) গতি সম্বন্ধীয় নিউটনের প্রথম সুত্রে
B) গতি সম্বন্ধীয় নিউটনের দ্বিতীয় সুত্রে
C) গতি সম্বন্ধীয় নিউটনের তৃতীয় সুত্রে
D) আইনস্টাইনের আপেক্ষিকতার তত্বে

44) যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন তা গুলিটিকে সামনের দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করে। পক্ষান্তরে গুলিটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে বন্দুকের উপর। এই ঘটনা কোন সুত্র দ্বারা বিবৃত করা হযেছে ?
A) নিউটনের প্রথম সুত্র
B) নিউটনের দ্বিতীয় সুত্র
C) নিউটনের তৃতীয় সুত্র
D) কোনটিই নয়

45) স্থির বাস হঠাৎ গতিশীল হলে বাসে দন্ডায়মান যাত্রী পিছনে হেলে পরে নিচের কোন কারণের জন্য এই ঘটনা ঘটে?
A) স্থিতি জাড্যের জন্য
B) গতি জাড্যের জন্য
C) জাড্যে ছাড়া অন্য কোনো কারনের জন্য
D) উভয় জাড্যের জন্য

46) বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে--
A) গতিশক্তি
B) তাপ শক্তি
C) স্থিতিশক্তি
D) আলোক শক্তি

47) পাখির ওড়া নিউটনের কোন্ গতিসূত্রকে সমর্থন করে?
A) প্রথম গতিসূত্র
B) দ্বিতীয় গতিসূত্র
C) তৃতীয় গতিসূত্র
D) প্রথম ও দ্বিতীয় গতিসূত্র

48) বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করা হয় বন্দুকটি বিপরীত অভিমুখে চলে আসে এই ঘটনা ব্যাখ্যা করে নিউটনের কোন সূত্র ?
A) প্রথম গতিসূত্র
B) দ্বিতীয় গতিসূত্র
C) তৃতীয় গতিসূত্র
D) প্রথম এবং দ্বিতীয় গতি সূত্র

49) বাঁধের সঞ্চিত জল যখন নিচে নামে তখন শক্তিতে রূপান্তর হয় তা হলো -
A) গতিশক্তি তাপশক্তিতে
B) স্থিতিশক্তি গতিশক্তিতে
C) গতিশক্তি জলবিদ্যুৎ শক্তিতে
D) কোন রূপান্তর হয় না

50) অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি যোগফল কি হয় ?
A) ক্রমশ বাড়তে থাকে
B) ক্রমশ কমতে থাকে
C) প্রথমে কমে তারপর বাড়ে
D) সবসময় ধ্রুবক থাকে

51) একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?
A) বেগ
B) গতিশক্তি
C) ভরবেগ
D) ত্বরণ

52) একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কি অবস্থা হবে?
A) চারগুণ বাড়বে
B) দ্বিগুণ বাড়বে
C) দ্বিগুণ কমবে
D) কোনও পরিবর্তন হবে না

53) সময়ের সঙ্গে বস্তুর গতি বৃদ্ধি পাওয়ার ঘটনায় কি বলা হয়
A) ত্বরণ
B) মন্দন
C) সরণ
D) দ্রুতি

54) বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে
A) ত্বরণ
B) দ্রুতি
C) বেগ
D) বল

55) যখন একটি বস্তু অভিন্ন গতির সঙ্গে চলে, তার ত্বরণ কি প্রকারের হয় ?
A) অভিন্ন
B) ধনাত্মক
C) ঋণাত্মক
D) শূন্য

56) নিউটনের কোন সূত্র কে জাড্যের সূত্র বলা হয়--
A) প্রথম সূত্র
B) দ্বিতীয় সূত্র
C) তৃতীয় সূত্র
D) সবগুলোই

57) বলের পরিমাপ যে সূত্র থেকে জানা যায় সেটি হল নিম্নের কোনটি ?
A) নিউটনের প্রথম সূত্র
B) নিউটনের দ্বিতীয় সূত্র
C) নিউটনের তৃতীয় সূত্র
D) ভরবেগের সংরক্ষণ সূত্র